সোমনাথ দত্ত, মালবাজার: মালবাজার থেকে ডামডিম যাওয়ার পথে ৩১নং জাতীয় সড়কে দ্রুতগামী গাড়ির ধাক্কায় আহত হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। আহত চিতাবাঘটি জাতীয় সড়কের পাশের ঝোপে আশ্রয় নিয়েছিল। রাতেই মালবাজার বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতিবিক্ষন কেন্দ্রে নিয়ে যান। মঙ্গলবার রাতে মালবাজার শহর থেকে তিন কিলোমিটার দূরে ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ৩১ নং জাতীয় সড়কের ওপরে ঘটনাটি ঘটেছে।

ঘটনা প্রসঙ্গে মালবাজার বনদপ্তরের ওয়ার্ডের দীপেন সুব্বা বলেন, “কোন গাড়ির ধাক্কায় চিতাবাঘটি আহত হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। চিতাবাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।” এদিকে গাড়ির ধাক্কায় চিতাবাঘের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়েই। এলাকাটির পাশেই রাঙামাটি, নিউ গ্লানকো, গুডহোপ চা বাগান রয়েছে। ইদানিং চাবাগান এলাকায় চিতাবাঘের আনাগোনাও বৃদ্ধি পেয়েছে।
ঘটনা প্রসঙ্গে মালবাজার শহরের বাসিন্দা তথা মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশন এর সম্পাদক স্বরূপ মিত্ৰ বলেন, ” ক্রমাগত ভাবে এধরণের ঘটনা স্বাভাবিক ভাবেই উদ্বেগজনক। শুধুই মালবাজার শহরের পার্শ্ববর্তী এলাকাতেই নয় সমগ্র ডুয়ার্স এলাকা জুড়েই এমন ঘটনা বারংবার ঘটে চলেছে। গাড়ি চালকদের সতর্কভাবেই গাড়ি চালানোর প্রয়োজন।” মাল শহরের বাসিন্দা তথা শিক্ষক প্রদ্যুম্ন দাশগুপ্ত বলেন, “যানবাহন গুলির গতিবেগ নিয়ন্ত্রণ করা উচিৎ।”