সুঁই ও ফাল
আবদুল অহাব
সুঁই হৈয়্যা ঢুঁইক্যা ফাল হৈয়্যা বাহির হওয়া —
হামারঘে স্বভাব লয়;
মাটিতে লুকিয়্যা মুখ গোরুর পাছাদিগে চলা
হামারঘে শোভা লয়!
চ্যার-দিগে দেখি বাড্ডা বাঢ়াবাঢ়ি —
হামরা কমাকমির দিগে তাকাই;
পাড়া-পড়োশীর দোষ-মন্দ ঢাকি
আর সব গুণগুলা আওড়ায়!
ফাল হয়্যা ঢুঁইক্যা সুঁই হয়্যা বার্হায় —
তাল থাইক্যা তিল হই হাঁরা;
দর্জির আঙ্গুলে পড়্হি পিরীতের খবর —
সুতাতে লাগাই জোড়া!