প্রিয় স্বাধীনতা
আবু তাহের
তোমার পায়ে আজ নেতাদের শৃঙ্খল!
মুক্ত হওনি তুমি সুন্দর নও উদাসীন চঞ্চল৷
তোমায় নাচায় ওদের খাঁচায় আঙুলের ইশারায়,
তুমি আজ বৃদ্ধ গোলাম, তুমি নড়বড়ে অসহায়!
মুক্ত হতে পারোনি,
শক্তও হতে পারোনি,
ছিড়তে পারোনি তুমি ধর্মের কানা বন্ধন৷
উড়তে পারোনি গণতন্ত্রের খোলা আকাশে!
প্রিয় স্বাধীনতা!
আমার রক্তে ভেজা প্রিয় স্বাধীনতা…
তুমি আজ ডানাহীন,
তুমি ডানাকটা
আমার রক্তে ভেজা প্রিয় স্বাধীনতা…