ইশারায়
অক্ষয় কুমার বৈদ্য
বাঁচতে শেখায় তোর চোখেরই সম্মতি
ইশারাতে জানান দেয় অবিরত
শান্ত বিকেল চৌকাঠে হেলান দিয়ে
নকশা আঁকে নির্জনতায় শত শত।
এবার মেঘে স্বপ্ন আঁকা, গাছকৌটো।
আবির ছড়ায় রামধনুর সাজঘরে
জন্মদিনে নতুন প্রাণের স্পন্দনে
স্মৃতির ভেলায় শব্দ বাজে অক্ষরে।
মেয়েটি রোজ হেঁটে বেড়ায়, ব্যস্ত শহর।
ধূপের মতো ধোঁয়ায় ধোঁয়ায় জীবন পোড়ে
পথিক খুঁজে পাওয়ার নেশায় রাত্রিদিন
কাছে থেকে পথ যে যায় সরে সরে।
মাঝবয়সী অন্ধকার, উদাস বাঁশি।
সেই ছেলেটির দীর্ঘশ্বাসের ঘূর্ণিপাক।
ফিরে আসার ইচ্ছে যত মলিন হোক
ভালোবাসার ইশারায় মন জড়িয়ে যাক।