মিথস্ক্রিয়া
আশীষ কুণ্ডু
লক্ষ কোটি আলোকবর্ষ দূরে
বিন্দু শিশির লাল গোলাপে
স্ফটিক এক, যেন সিমুলেশন!
তুমি আমি পাশাপাশি চলি
আমাদের সৌরপথের গলি
চলন এলোমেলো মিথস্ক্রিয়া !
প্রেম এতো প্রাঞ্জল নয় মহাবিশ্বে
শব্দযাপন নিঃশব্দে বিপ্লব আনে
বিস্ফোরণ এক টুকরো প্রহেলিকা!
তুমি আমি ছিলাম অনির্ণেয়
রুদ্রনীল আকাশে কালবৈশাখী
রাত জেগে থাকে, নির্বাক মহাকাশ।