জল ও জীবন
আশীষ কুন্ডু
জল নিয়ে গেছে নাভিমূল
অস্তিত্ব রক্ষার দায় এখন জীবনের!
তান্ডব এখন শুধু পদচিহ্ন,
ধবংস এখন প্রদর্শনী,
কারো বা রুটিরুজি, কারো স্বার্থ!
বিবেক পোড়া মাটির মতোই ভেজে না!
আকাশের হাঁ মুখ ব্যঙ্গ করে ক্ষুদ্রতা,
জল নিয়ে গেছে সভ্যতার লজ্জাটুকু
লড়াইয়ে ফিরতে হবে ওদের,
দেওয়ালে পিঠ ঠেকে না তাদের!
কারণ দেওয়ালটাই হারিয়ে গেছে বন্যায়।