রুক্ষ প্রেমেআশীষ কুণ্ডু ভিজে চোখে জল, আগুন-একসাথে,বিদ্রোহী মনের কথা ফুটছিল,আকাশটা নীচে নামতে নামতে-তোমার পায়ের কাছে,সুনামি আসেনি সেদিন বন্দরে!এমন তো হতেই পারে -রুক্ষ প্রেমে তুমি আকাশ খুঁজবে,কোনো মরুভূমে!আকাশটা তখন ডুবে গেছে-নীল অতলান্তিকে।