এই পৃথিবীর বন্ধু হও
বদরুদ্দোজা শেখু
মহাকাশে চলে তারায় তারায় কৃষ্ণগহ্বর আর্তনাদ,
অমনি ক’রে আমাদের দিবাকরও একদিন হবে বরবাদ-
ইয়াদ করো সেই দিনটা যখন সৌরজগৎ পড়বে ধ্বসে
বিজ্ঞানীরা এখনো পাননি তার দিনক্ষণ অঙ্ক কষে।
এই পৃথিবী গ্রহটায় ব’সে করছি আমরা গৃহবিবাদ
মারণাস্ত্রের করছি লড়াই, গড়ছি পরম ধ্বংসবাদ,
বন্ধ করো এই গোঁয়ার্তুমি, এই পৃথিবীর বন্ধু হও
মানবিক আর শান্তিপূর্ণ সহাবস্থানেই ঋদ্ধ রও!
হও সব্বাই পৃথিবী-প্রেমী, হও সব্বাই অহিংস
মানুষ যদি না হয় সে প্রেমী, বাঁচবে কি এই প্রাণের বিশ্ব?