গণতন্ত্রের লাশ
বিবেক পাল
বর্ম পড়ে অস্ত্র হাতে গণতন্ত্র রক্ষার্থে-
রাজার প্রহরীরা। আদুল গা রক্তে ভাসে,
সন্তান হারা জননীর আর্তনাদে বাতাসে-
কান্নার স্বর, মাটিতে তাজা বারুদের গন্ধ!
রাজার সেপাই বর্ম পড়ে, অস্ত্র হাতে,
ওরা গান বোঝে না? তা কি করে হয়!
লড়াই করে সিংহাসনেরই ইঙ্গিতে।
তুমি যতই বলোনা অস্ত্র রেখে, বর্ম খুলে,
গানের বুক আঁকড়ে ধরতে, ওরা রাজার-
ভয়ে সন্ত্রস্ত-ঘরে রয়েছে পিতা-মাতা, কন্যা-জায়া
বজ্র শাসনে চলতে ওরা অভ্যস্ত-
ঢল নেমেছে আকাশ জুড়ে চিল শকুনের
বলি গণতন্ত্রের দোহাই দিয়ে আর কত-
মা’র কোল করবে খালি?
আজ প্রভাতেই কোকিলেরা
গান শুনিয়ে গেছে অন্য সুরে
বসন্ত বাতাস ভিজবে সমবেত
গানের কথা-সুরে।
স্বাধীন ভূখণ্ডে গণতন্ত্রের লাশ পড়ে আছে
সারি সারি-