অক্ষয়
বিবেক পাল
দিকে দিকে মৃত্যু মিছিল-কান্নার কলরোল
এরই মাঝে চললেন অগ্রজ কবি অচিনপুর।
মোদের এ’ নিঃস্ব হৃদয় উঠানে এবার কে মেলে
ধরবে রোদের চওড়া হাসি, কবিতার মতিহারে !
অবিরাম আলোর সন্ধানে কে ওড়াবে ঝড়ের পাখি
সজল ঘন আঁধার বুকে-দৃঢ় প্রত্যয়ে-
যুদ্ধবাজদের আগ্রাসনে, প্রতিবাদে শ্রেণীহীন শব্দের-
মালা গাঁথবে এবার কে?
অবিরাম ঢেউ ভেঙে ভেঙে ক্লান্ত কবি,
অবশেষে চললেন না ফেরার দেশে !
অভিভাবক হীন মোরা- অন্ধকারের তলদেশে
অথবা বন্দী-মুক্তির মিছিলে, বর্বর পৈশাচিক হত্যার-
প্রতিবাদী সভায় ‘মহা-সমুদ্র’কে মনে রেখে গভীর,
ভালোবাসায় হবে যাত্রা শুরু পার করে আসা
‘-স্বর্ণরেণুর টলমল চাতুরী—‘