আগামী
বিবেক পাল
বিষন্নতায় মোড়া স্বদেশের আকাশ প্রাঙ্গন।
হানাদার (লুঠেরা) -দের সাথে হাতে হাত মিলিয়েছে
মুখোশধারী দেশসেবকেরা লুঠবে বলে মোদের সজল স্বদেশ-
লাল কৃষ্ণচূড়া, পলাশ, মাদার, শিমূলে-
চেয়ে রয় অমলতাস মুগ্ধ নয়ানে।
বসন্ত-প্রাতে শিমূল, পলাশ, কৃষ্ণচূড়া, মাদার
কয় ডেকে অমলতাসে, দুর্দিনের ঘনঘটা আকাশ জুড়ে,
ফাগুন বুকে একরাশ আগুন-
সৃষ্ট অনাচারের বিরুদ্ধে লড়তে।
হাজির থাকিস, লড়াইয়ের ময়দানে
সুদীর্ঘ সর্পিল পথের বাঁকে বাঁকে।
সবুজ ঘাসে রক্ত বেঁধেছে জমাট
কালসিটে দাগ বুকে শহীদেরা পাথরের নীচে শুয়ে-
ক্লান্তিতে, ঘুমের আশ্রয় ছেড়ে স্বপ্নের দ্বারে দেয় হানা-
সময়ে অসময়ে।
অন্তহীন মুখে, নগ্ন শুন্য দেহে
“আচড়ায় শাণিত বাতাস”
দুর্যোগের আভাসে-
অন্য পৃথিবী গড়ার লক্ষ্যে
অগণিত প্রাণ পাথরের নীচে শুয়ে আছে
ফসলের দুধে, বহমান স্রোতে
মিছিলের বুকে দৃপ্ত স্লোগানে-
বজ্রকন্ঠে আগুন ঝরে।
সেই মুখ প্রায়শই নিদ্রাহীন রাতে
ফিসফাস করে-
আশার বুকে দীপ জ্বালাতে।।