ঝড় বাদলের কবিতা
বিনীতা সরকার
বিন্দু বিন্দু জলকণা
জাগায় মহাজাগতিক তৃষ্ণা
রং বদলের পালা আবার ফিরে এসেছে
মন থেকে মনের ঘরে যেতে
জেগে অথই সাগর
দূর থেকে ভেসে আসছে উজান মাঝির
ভাটিয়ালি সুর
নদীর বুকের উত্তাল যৌবনে
ভেসে যাচ্ছে বছর ষোলোর একটি মেয়ে
নাম তার সাগরিকা
নৌকার পাটাতনে টানটান শুয়ে আছে বৈঠার ভেজা দীর্ঘশ্বাস
জলে আঁকা জীবন জুড়ে অজস্র রং মিছিল
নিমেষে মিলিয়ে যায় জলে
তৃষ্ণা শোনায় রাত্রি ভোর হবার
গান
বিন্দু বিন্দু জলে ভাসে
গোটা একটা জীবন