নীরব কথা
ছন্দা পাল
কথারা আজ সব চুপকথা হয়ে গেছে,
ভোরের স্বপ্ন আজ রূপকথায় ছেয়েছে-
বহুদূর হতে ভেসে আসে উদাসী বাঁশির সুর
বুকের গভীরে থরথর কাঁপে, একলা নূপুর!
চোখের কোলে কালির রেখা বিবশ হয়ে রয়
এক আকাশ তারা কানাকানি করে ভাবায়।
অলিখিত সম্পর্ক বুক বাঁধে অলীক আশায়!
স্মৃতির পাতা থেকে টুকরো টুকরো কথারা-
বেহায়া মনটাকে ভেজায়, ভীত হয় ব্যথারা।
কাব্য সাজাতে চায় অবুঝ হৃদয়, কোনো এক-
মিথ্যে অতীতের নিঝুম রাত নীরবে কাঁদায়।
তবুও সত্য অনন্তকাল ব্যাপী সত্যই রয়ে যায়!