জন্মভূমি ও স্বাধীনতা
জি এম কাউসার আলী
(সিডনি অষ্ট্রেলিয়া)
বাংলাকে শোষণ আর অপশাসনকে দিতে কবর
ঘুমন্ত নীতিবাক্য জেগে উঠবে আবার,
কোন ক্রমেই বৃথা যেতে দিবো না মূল্যবান স্বাধিকার
ইজ্জত আর তাজা রক্ত দিয়ে কেনা অধিকার।
বাংলার স্বাধীন আকাশ আজ কুচক্রে বিবস্ত্র দিশেহারা
বেহায়া কুলাংগার শকুনের দল ছিড়ে খায় জমিন,
ছিনিমিনি করে মাতাল হয়ে পবিত্র ভূমির নকশা
দেশদ্রোহী নির্মুলে চির সবুজ দেশ হচ্ছে মানবতা লুন্ঠন।
ধর্ষক কতিপয় কথিত শাসকচক্রের লুটেরা দালাল
স্টেজ কাঁপানো কথার ফুলঝুরি ঝরানো নন্দ দুলাল,
বাংলার বিশুদ্ধ বাতাসে বিপর্যয়ের ঘনঘটা
রন্ধে রন্ধে মীরজাফরের বেঈমানের রমরমা,
হিটলারের নীতিকেও হার মানায় জানোয়ার বনে
মানুষ রূপেই শয়তান পাষন্ড মনোভাব সবখানে।
স্বাধীনতা এনেছিল যে সকল অকুতোভয় বীর বাঙ্গালী
যথাযথ মর্যাদা না পায় তাঁরা, কেউ কেউ আজ কাঙ্গালী,
প্রকৃত দেশ মাতৃকা পায় না স্বাধীন স্মারক
দেশ বিনষ্টকারী দুশমন হয়ে যায় দেশ স্রষ্ঠা প্রবর্তক।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে নব প্রজন্ম
বিভ্রান্তী ও দুর্নীতি দেখে ভুলছে স্বাধীনতার জন্ম তিথী লগ্ন,
৫৬ হাজার বর্গমাইলের পবিত্র সবুজ ভূ-খন্ড
পেতে চায় সুশীতল বাতাস,
আইনের সুশাসন, সকল ক্ষেত্রে অধিকার, শান্তি দু-দন্ড
ভুলে যেতে চায় হাহুতাশ।
কে আছো নবদূত, বাংলায় ঘটুক তোমার আর্বিভাব
কূর্নিশ করিব তোমায়,
যদি জনগণ সমীপে মনোনিবেশ করো সু-মনোভাব
আলোকিত করো আবাস হয়ে নব সূর্যোদয়।