কোথায়ও হারিয়ে গেছে কিছু একটা
গোলাম রসুল
আমার মধ্যে হারিয়ে গেছে কিছু একটা
আর শরীরের এক জায়গায় ক্ষতের মতো সে আমায় ডেকে নেয়
আকাশের দ্বিধা থেকে বেরিয়ে কে কোথায় চলে গেলো
নক্ষত্রের পাল
আমাদের হারিয়ে যাওয়া ভাষার দুঃখী বর্ণমালা
আর কানের ভেতরে জমে থাকা ফাঁপা শব্দের মতো বছরগুলো
কান্নার ভেতরে ঢুকে পড়া প্রজাপতি তাকে উড়িয়ে নিয়ে গেল সূর্যের দিকে
দূর ঘুরছে
ব্যক্তিগত হয়ে গেছে মেঘ
হাওয়ার দুটি প্রথম অঙ্কুরিত পাতা
গোড়া থেকে সাড়া দেয়
পৃথিবীর গভীরে গর্ভপাতের মতো
আমাদের সেই ব্যথা
জলে ভেসে যায় জনৈক নৌকা
কোথায়ও হারিয়ে গেছে কিছু একটা