শহরের নাম গোলাপ
গোলাম রসুল
শূন্যের অনেক উঁচুতে রাখা
আমি বলতে পারবো না তার প্রতিফলন
পাখির পাখনার দ্বিধার মতো আমার ওপর নেমে আসে তার ছায়া
সূর্য সোনালি ঈগল
পাহাড়ের নিচে নেমে যাচ্ছে
আমাদের হাতে আর বেশি সময় নেই কবর দেওয়ার
আবার একটা রাত
কোনো চিহ্ন রেখে যায় না
তাও মারাত্মক
আমাদের শহরের নাম গোলাপ
ভোরের হাওয়ায় সৃষ্টি দুটি স্তন