ভয়ার্ত পালক
গোলাম রসুল
বর্বর বছর
অন্ধকার রাত্রি
আমরা মোমবাতি জ্বালি কিন্তু তার শিখা নত হয়ে থাকে
আকাশের ছোট্ট একটি নক্ষত্র
তার আলো একটু একটু করে খরচ করি যতক্ষণ না রাত্রি শেষ হয়
আকাশের যে স্থানে রাত্রির শেষ নেই
ছায়ার ভয়ার্ত পালক
যে পথ দিয়ে সরীসৃপ হয়ে মেঘেরা হেঁটে যায়
আমাদের কষ্ট দীর্ঘতম মরুভূমি
আমাদের দেশ ঈগলের ডানার মতো