স্বাধীনতা ঢুঁড়ছি
হাসান আলি
শুইন্যাছি দ্যাশ স্বাধীন হ্যাছে
আগুন্তি মানুষের সাত সমুন্দর রক্তে,
হিন্দু-মুসলিম,আর্য-অনার্য
কত শত যুগে যুগে হোয়্যাছে শহীদ,
অরা স্বাধীনতা চাইহ্যাছোলো।
দ্যাশ স্বাধীন হৈলে নাকি
স্বাধীনভাবে কথা কহা যায়,
রাস্তা চলা যায়,শিক্ষ্যা পাওয়া,
আরো পাওয়া যায় ভাত,
স্বাধীন দ্যাশে বর্ণের নামে
নাকি হয়ন্যা রক্তপাত ?
এই স্বাধীনতায় থাকবেনাখো
জাইতের নামে বজ্জাইত,
স্বাধীনতার চিকাস উঠলে কাটবে আন্ধার,
থাকবে নাখো পরাধীনতার ঐত্যাচারের অশিক্ষ্যার রাইত।
এই স্বাধীনতার লেগ্যাই
মুশা,বীরসা,সিধু-কাহ্নু আসফাক,ক্ষুদিরাম,ভগৎ সিং,তিতুমীর
এরকুমভাবে হোয়্যাছে শহীদ
রশিদ আলি,শেরআলি আর
নেতাজীর মতোন কতো বীর।
সংগেরামী বীরেরঘে রক্তে
দ্যাশ স্বাধীন হ্যাছে।
ম্যালাই কিছু পায়্যাছি;
তাও প্যাইনি ম্যালাই কিছুই
শহীদেরা স্বর্গ পায়্যাও দ্যাশ ছাড়েনি,
না পাওয়া স্বাধীনতা
ঢুঁড়া শেষ হয়নি।