আমার শিয়রের কাছে
জয়ীতা চ্যাটার্জী
আমার কবিতার জন্য তুমি ছাড়া কেউ নেই
নদীতে কান্নার কল্লোলে তোমার নিভৃত মুখ
বাতাসে মৃত্যুর গন্ধ ছুটে যাচ্ছে তোমার দিকে
চেতনায় অস্থির দোলা
আধঘুমন্ত নরম তোমার মুখ
বিদ্যুৎ গতিতে ঝড় তুলছে প্রাণের বৈঠায়
আমার নিঃশ্বাসের মতো নিশব্দ সমস্ত শব্দ
ধোঁয়ায় ভেসে উঠছে তোমার অপসৃয়মান মুখ
ডুবতে ডুবতে ভেসে উঠছে কবিতার প্রতিটা অক্ষর
নিরন্তর তোমার চলে যাওয়া আমাকে বিদ্ধ করে
আকাশ ভেঙ্গে পরে তরঙ্গায়িত নদীর জ্যোৎস্নায়
আমি বহুদূরে আছি তোমাকে ছোঁবেনা আমার দুহাত
কি ভীষণ সর্বগ্রাসী নদী
তীব্র আকাঙ্খায় তোমার অসম্ভব জেগে ওঠা
নিষ্ঠুর কালো নৌকার মতো তখন যেন তুমি
তোমার চাপা আর্তরব
তোমার উষ্ণতা সমস্ত শহর জুড়ে নেমে আসছে
দু-একটি বিষণ্ণ ঝিঁ ঝিঁ
আর শব্দ ও অক্ষর নিয়ে দাঁড়িয়ে থাকে
আমার কবিতা।।
ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে শুনতে কবিতার কাঠামো জুড়ে কবির অসামান্য শব্দ চয়ন হারিয়ে নিয়ে যায়।মুগ্ধতা একরাশ।অনেক শুভেচ্ছা কবি