গণতন্ত্রের মৃত্যু
জয়দেব বেরা (রামধনু)
তোরা রাজনৈতিক
মধুর অন্বেষণে;
অবশেষে জায়গাও হারালি
শেষকৃত্যের স্থানে।
মিটিং-মিছিলে রাজনৈতিক
জনস্রোত এতই ছিল,
হাসপাতাল ও শশ্মান স্থানের
সব জায়গাটাই যে কেড়ে নিলো।
চারিদিকে পড়েগেছে
অক্সিজেনের হাহাকার;
মানুষ আজ মৃত্যুর উপত্যকায়
দাঁড়িয়ে করছে বাঁচার জন্য চিৎকার।
তোদের গণতন্ত্রের পাশা খেলায়
আজ গণতন্ত্র স্বয়ং-ই মৃত্যুর ভেলায়।