উড়িবে তেরঙ্গা
কাওসার আলম ব্যাপারী
কয়েক দশক গেল কেটে তবুও ‘স্বাধীনতার’ স্বাদ এলোনা,
স্বাধীন ভারতে দেখেছে সকলে কত না ছলনা।
কৃষক আত্মহত্যা করে রোজ ঋণের দায়ে,
পুঁজিবাদের দালালরা দেশ শাসন করে!
স্বাধীনতার স্বাদ যতোটুকুও পেয়েছিল দেশবাসী,
স্বৈরাচারী শাসনে আজ দেশময় দুর্গতি।
নাগরিকের কাগজ দেখিতে চায় স্বৈরাচারী সরকার,
বন্দি রাখিতে করেছে তৈরী ডিটেনশন নামক কারাগার।
হাজার লক্ষ শহীদের রক্তে হটেছে ইংরেজ,
যাওয়ার আগে রেখে দিয়েছিল কিছু সাগরেদ।
করতে চায় তারা দেশকে গ্রাস,
দেশময় ছড়িয়েছে তাই সাম্প্রদায়িকতার শ্বাস।
দেশময় আজ একটাই চাওয়া দূর হোক অপশাসন,
ভারত মায়ের বীর সন্তানেরা বেঁধেছে কাফন।
মৃত্যু সে তো হবেই একদিন যা রুখিবার নয়,
সে মৃত্যু যেন সুশাসনের তরে হয়।
আগামীর ভারত পায় যেন সুশাসনের ছায়া,
স্বাধীন ভারতে বহিবে নব স্বাধীনতার ধারা।
১৫-ই আগস্ট উড়িবে তেরঙ্গা ঐ লালকেল্লায়,
মুক্তমনে জয়হিন্দ শ্লোগান বহিবে দেশময়।