কনকাঞ্জলী
কৃষ্ণা সাহা
মেয়েটি কনকাঞ্জলী দিতে দিতে
বলেছিলো বাবা মায়ের ঋণ কখনো পরিশোধ করা যায় না
মেয়েটি মিথ ভেঙে দিয়েছিল
এটাই ছিল তার দুঃসাহসীকতা
সম্প্রদানেও ছিল তার আপত্তি
স্বত্ব বিসর্জন সে মানে না।
সে শুধু চেয়েছিল আত্মার
সাথে আত্মার মিলন।
সেখানে কনকাঞ্জলী, সম্প্রদান, দ্বিরাগমন এসবের
আছে কি কোনো প্রয়োজন?