ক্লান্ত শহর
মহুয়া চক্রবর্তী
ব্যস্ত শহর ক্লান্ত হয়ে
দেখো- ঘুমিয়ে পড়েছে আজ,
চারিদিক তাই স্তব্ধ হয়েছে
ভুলে গেছে তার কাজ।
অসুখের ভারে ক্লান্ত সে আজ
জড়িয়ে নকশি কাঁথা,
পথ্য দিয়েও ছাড়ছেনা তার
শরীরের সব ব্যথা।
কত বদ্দী, হাকিম, ওঝা
ফিরে ফিরে চলে যায়,
ফিরছে না তো চেনা শহর
আগের চেহারায়।
উঠবেই ঊষা জাগবে শহর
আধার যাবে ঘুচে,
ফিরবে শহর চেনা চেহারায় অতীতের স্মৃতি মুছে।