আহত সংবিধান
মজিত মোল্লা
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
এই ভারতমাতা ছিল সেজে,
কোথায় থেকে দস্যু এসে
বিঘ্ন ঘটালো মাতার সাজে।
দস্যুর ঐ কেতন ছলে-
রাহু আবার গ্রাস করিল
নিষ্পাপ ঐ চন্দ্রকে।
মাতার ওই বক্ষ কালে
নামছে এবার নিশিযে,
বলছে তারা –
সংবিধানের ঐ আমূল রত্ন
ছিন্ন করে আনবে দন্ড।
মনীষীদের রক্তে গড়া –
সংবিধানের ওই রত্ন ধরা,
আর মানবেনা তারা
করবে মোদের সংবিধান হারা।
তাইতো বলি!
দাঁড়ারে-দাঁড়া
ভারতবাসী রুখে দাঁড়া,
বধূরা সব প্রদীপ জ্বালা
প্রদীপের ওই শুভ ইঙ্গিতে-
নিশী হয়তো যাবে চলে।
নামাজীরা নামাজ পড়-
মা দূর্গা -কে স্মরণ কর
ঈশ্বর কে সহায় রেখে
মনীষীদের পথ স্মরণ করে,
প্রতিবাদের ঝঞ্জা হতে নিয়ে-
চলরে-চল-এগিয়ে চল
ভারত মাতার রক্ষার্থে।