আজাদ
মামুন মিঞা
দক্ষিণ দিনাজপুর
জন-গন-মন-অধি
মনে আছে সেই সময়ের,
যুদ্ধ জেতা গেছে তবে রক্ত স্রোতের বিনিময়ে,
জন্মভূমির স্বস্তি মেলে, অবসান মহা-প্রলয়ের!
দু-শো বছর শাসন প্রায়
বাঁচার মন্ত্র লুকিয়ে ভয়ে,
স্বাধীনতার উঠলে আওয়াজ,
ফোটায় গুলি লাখ হৃদয়ে!
ঝাঁসির রানি লক্ষ্মী বাঈ
এগিয়ে এসে অস্ত্র ধরে,
ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ,
বিপুল জোরে চিৎকার করে !
বুঝিয়ে তাদের নাজেহাল
তাই তো দেরি তাড়াতে,
গোটা দেশটাই লুটে গেছে,
শুধু একটা ব্যবসার বাহানাতে!
উবে গেছে আজ সবকিছুই
গোলামি কিংবা ভয়,
‘রক্ত’ দিয়ে কেনা মাটি,
কারো অনুদান তো নয়!