মা
মিষ্টি
মা মাগো আমার মা
এই জীবনে তোমার ঋণ শোধ হবেনা।
ছোট্ট বেলায় প্রথম শিক্ষা দিয়েছিলে যে
সেই যে আমার মা
আমার জগত জননী মা।
তুমি ছিলে বলে
এই পৃথিবীতে হয়েছে ঠিকানা,
তোমার চরণ ছাড়া কিছু জানিনা!
তোমার মতো আপন
নাহি কেউ প্রিয়জন
তোমার আঁচলে মাগো পাই যেন ঠাঁই
তোমা ছাড়া এই ভুবনে আর কেহ নাই।
তুমি যে জগতের সেরা
তুমি ছাড়া আমি যে সর্বহারা।