আজও স্বাধীন নয়
মহসিনা বেগম
মালবাজার, বড়দিঘি
পুরুষতান্ত্রিক সমাজে নারী,
তুমি আজও স্বাধীন নও।
তিমির অন্ধকারে তুমি সহসা ডরাও।
মানুষরূপী পশুর ভয় নিত্য তাড়ায়,
রাত বারোটায় বাবা, একলা ছাড়েনি তোমায়।
কখনো সতি হয়ে জ্বলেছ চিতার আগুনে,
কখনো পণের দায়ে হয়েছ নির্যাতিত।
বাবার শাসন দাদার বারণ,
নারী এই তো তোমার জীবন।
হ্যাঁ, কখনো কখনো তুমি হয়েছ ব্যতিক্রমি,
তবুও পরাধীনতার অদৃশ্য শিকল তোমায় ছাড়েনি।
কখনো তুমি আকাশ ছুঁয়েছ,
কখনো ভগবান রূপী ডাক্তার হয়ে মানুষের সেবা করেছ।
তবুও তুমি স্বাধীনভাবে ঘরে ফিরতে পারোনি।
পরাধীনতার শিকার তুমি হয়েছে বারংবার,
বছরের পর বছর পনেরোই আগস্ট আসল গেল,
তোমার স্বাধীনতা সেই তোলাই রইল।
পুরুষতান্ত্রিক সমাজ ও ধর্মঅন্ধতা নারিকে কখনো মুক্তি দিতে পারে না, খুব ভালো লাগল 💓💔💔