এ জীবন
নিবারণ রায়
(ধূপগুড়ি )
এ সময়ের স্রোতে
বয়ে যাবে জীবনের ভেলা
তুমি মরা গাঙে পাল তুলে
অশ্রু জলে বাইয়ো খেয়া।
যদি চেনা পথ হারিয়ে যায়,
দুঃখের চোরাস্রোতে,
যদি কালো নির্জন সন্ধ্যায়,
হৃদয়ে উঠে তুমুল ঝড়,
বন্ধু, তবুও বিরহের ঢেউ ভেঙে এগিয়ে যেও।
পিছনে ফিরে তাকিও না আর,
যেখানে বাঁক নিয়েছে জীবনরেখা।