স্পর্শ
নির্মাল্য ঘোষ
শুধুই কয়েকটি বছরের খেলা…
গোপন সত্যি কথা প্রকাশ পেলে দু হাত দিয়ে ঠেলে নৌকার দাঁড়ের মত পাশ কাটিয়ে যেও…
অসুখ তোমাকে ছুঁয়েছে জানি…
সুখ হারানোর অসুখ…
একই ডালে নতুন আর পুরোনো পাতার সহাবস্থান…
আমার সেই ডালে তুমি আবারও কবিতা হয়ে ফিরে এস…
দেখ, পুরোনো পাতাগুলোও আবার নতুন হয়ে উঠবে আচমকা…
তোমার আগমনী স্পর্শে…