এমনকি অমৃতও
নুরুল হুদা
।। ১ ।।
তাকে নিয়ে লরি চলে গেল
নরম জোনাকির আলো চিবিয়ে
লুণ্ঠনে নতজানু হবে সাবলীল,
হৃৎপিন্ড, তার মধ্যে আরও কিছু গোল
গোলাকার-আরও কোন নাম দিয়ে
হয়ে যাবে সমাজ সম্পত্তির দলিল।
।। ২ ।।
দোয়েলের শিসে স্বপ্নের কুসুম
সব তলিয়ে গেল কত অনায়াসে
কত গভীরে কত গভীরতার অতলে,
কত জ্যোৎস্নার ফাগ কুমকুম
ক্রমশ ছড়িয়ে গেল মহাকাশে
যাওয়া যায় জলের আড়ালে।
।। ৩ ।।
ছুড়ে ফেলে দিল এই দেহ বধ্যভূমিতে
ছিড়ে-খুঁড়ে খেলো শেয়াল-শকুন
কোমল কাননের ঝুমকোলতায়,
সব সাজিয়ে, কেন পা দিয়েছিলে মাটিতে
এখন সব স্বপ্নের সুরাসার শুধু আগুন
আগুনে পুড়ে ছাই, কেন এই অবেলায়?
।। ৪ ।।
জীবনের অধিক এমন জীবন
যেতে পারি কোন ভুল ঠিকানায়
খরতর ভালোবাসা, দোল-পূর্ণিমা,
বেঁচে থাকবো, এক আশ্চর্য খবর এমন
দিয়েছিল এক বিশ্বাসি কাব্য-কবিতায়
এমনকি অমৃতও, ওগো প্রিয়তমা।
অসংখ্য ধন্যবাদ। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে পত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করি।