রাজকাহন
ওহিদ রেহমান
ঝুলি থেকে আর কত
বেড়াল বেরোবে।
ধর্মের আফিম বল কত
আর গিলাবে।।
চটকে যাওয়া নরম রোদ
প্রশ্ন করে হরবখত-
মহারাজ, মানুষের জন্য আর
কটা মন্দির মসজিদ লাগবে…?
ফ্যান-ভাতে জীবন, মাঝে মাঝে
সস্তা হোটেলে লুকানো অভিসার
বড় ফিকে মনে হয়, তোমার শোনানো
রঙীন সাতকাহন।।
জীবনের ফেরিওয়ালা মুখ লুকায়
ধর্মের ফেরিওয়ালা গনতন্ত্র বাঁচায়।।
দারুন সিম্বলিক