কবিতা (১৩)
পার্থ সারথি চক্রবর্তী
একটি আল্পনা আঁকা রয়েছে
আকাশ জুড়ে
কত রং, কত বিন্যাস, কত বদল
দেখি, দেখে যাই বা দেখি না!
একটি আল্পনা আঁকা রয়েছে
বাতাসে
কত গন্ধ, কত শ্বাস, কত আশ্বাস
নিয়ে বাঁচি, অথবা বাঁচি না!
একটি মস্ত আল্পনা আঁকা রয়েছে
জীবন জুড়ে
কত কষ্ট, কত আনন্দ, কত সুখ- দুঃখ
শিহরিত করে, আন্দোলিত করে
কত ভালবাসা, কত ঘৃণা
উজ্জীবিত করে, পীড়িত করে
কত প্রতিশ্রুতি, কত বিশ্বাসভঙ্গ
ভরসা দেয়, কেড়ে নেয়
আকাশ, বাতাস, জীবন তবু অবিচল-
পথ দেখায়, এগিয়ে নেয়- যে কোন মূল্যে।