কবিতা (১৬)
পার্থ সারথি চক্রবর্তী
তুমি চোখ তুলে তাকালে
আমি দৃশ্য হয়ে যাই
তুমি আলতোভাবে ছুঁয়ে দিলে
আমি ফুল হয়ে যাই
তুমি বুকভরে শ্বাস নিলে
আমি সুগন্ধে ভেসে যাই
তুমি কান পেতে থাকলে
আমি ধ্রুপদী রাগ হয়ে যাই
তুমি হাসলে আমি প্রজাপতি হই
তুমি কাঁদলে আমি জোনাকি হই
আলো হয়ে ছড়িয়ে পড়ি
টুকরো টুকরো হয়ে।