কবিতা(২০)
পার্থ সারথি চক্রবর্তী
সন্ধ্যা ঘনিয়ে আসা প্রহর নিয়ে যায় স্মৃতির বিহ্বলতায়।
সন্ধ্যামালতী ফুলের আবাহন রঙের বাহারে মাতায়।
মাঝির নৌকার সাথে ঘর্মাক্ত শরীরও নোঙর ফেলতে চায়।
মহিষাল মহিষের পাল ঠেঙিয়ে বাড়ির পথে হাঁটা দেয়।
মায়ের হাতের সন্ধ্যাপ্রদীপ টিমটিমিয়ে নিজেকে জ্বালায়।
লাল সূর্য পোশাক বদলে দিনান্তে অস্তাচলে যায়।
কত রং চমক হারিয়ে ধূসরতার জালে আড়ষ্ট হয়ে আসে।
কত কত যাত্রা পথের বাঁকে খেই হারিয়ে মিলিয়ে যায়।
তবু সলতে পাকানো হয়, প্রার্থনা করা হয়, গাছের গোড়ায় জল দেওয়া হয়।
স্বপ্নও বোনা হয়, নিভু নিভু প্রদীপে সস্তার তেল ঢালা হয়।