কবিতা (২৪)
পার্থ সারথি চক্রবর্তী
সংখ্যাতত্ত্বে বিশ্বাস করি না-
বরং ভরসা রাখি
জীবনতত্ত্বে
যোগ-বিয়োগে মাথা ঘামাই না-
উল্টে ঘামের হিসেব রাখি।
দুঃসংবাদে আর ভয় পাই না-
বরং অপেক্ষা করি
প্রত্যাবর্তনের
ঝুলে থাকা শিকড়ে ঘাবড়াই না-
বরং মাটি দিই তার গোড়ায়
অনেক রাত পার হয়ে যায়-
কিছু সকালের আশায়,
সব সকালে সূর্য ঝলমল করে না-
বরং চড়ে বেড়ায় মেঘের ভেলায়।
তবু অপেক্ষা সকালের-
সূর্যেরই প্রত্যাশায়