দিনের শেষে
পার্থ সারথি চক্রবর্তী
দিনের শুরুতে যখন দেখা হয়েছিল,
তখন ফুল ছিল চারধারে;
সরল হাসি, গান আর বাঁশিতে –
জীবন যেন উঠেছিল ভরে।
আবার দেখা হলো দিনের শেষে,
যখন ফুলগুলো সব গেছে ঝরে।
ভালোবাসায় ভরা চোখ তুলে,
তাকাই তোমার দিকে;
তুমি ফেরাওনা আর আমাকে,
নাও মন প্রাণ ঢেলে।