দেশ
প্রসাদ সিং
থর মরুভূমিতে একদিন একটা দেশ হবে
বালুময় প্রাসাদ দেখে অামরা মকশো করবো
চায়ের কাপ হাতে আমার থাকবো তো অস্তিত্বে
দেশ হবে আমাদের বাড়ির পাশের খাস জায়গা
আসলে সবার অধিকার আছে সবখানেই
স্ট্যাম্প তৈরির কারখানায় গুলে উঠবে রক্ত
যে নির্জন বরফের দেশে গিয়ে আমরা হিম মাখি
সারা গায়ে নিয়ে ফিরি স্মৃতির ফসিল
উষ্ণ করতে এই মরণশীল দেহখানি হাওয়া বদলে
নিঃস্ব মনে বিপুল জলরাশির ওপর হবে দেশ
ভেসে থাকতে যারা জানে বিপরীত স্রোতে
টিকে যাবে তারাই নতুন দেশ গঠনের উদ্দেশ্যে
ধন্যবাদ ।