যখন অবাক হতে ভুলে যাবে
রানা সরকার
তুমি যখন সমস্ত রঙ কালো দেখবে
অন্ধকার ঠেকবে সমস্ত আলো হাওয়া
তখন তুমি এক নিঃশ্বাসে সংসার ছেড়ে
নদীর তীরে ঊষাতে এসে বসে স্রোত দেখবে
আমি গাছ হয়ে তোমার পাশে এসে আকাশে পাখি ছেড়ে দেবো
তুমি ফের অবাক হয়ে কমলা সূর্যোদয়ের দিকে তাকিয়ে থাকবে