প্রেমিক নই আমি
রানা সরকার
রানীডাঙ্গা
বসন্ত হাওয়াতে যে দু-চারটে পলাশ
কাচা গলিতে শুকনো বট পাতা
ঝরে পড়ে
ক্ষণে ক্ষণে কোকিলের বিষাদ কুহুতে
রাজপথের গলি ধরে ফিরে আসে তোমার
পুরোনো প্রেমিক
আমি সামান্য
সামান্যতেই খুশি
জাংলায় ফুটেছে শিম ফুল
আর, জল দিই আম গাছের শেকড়ে
অতঃপর তুমি আর আকাশের চাঁদ উভয় মেঘের আড়ালে
যদি কোন বর্ষাতে ভিজতে না পারো
পাখির সাথে কথা বলতে না পারো
দু-হাত মেলে আকাশের দিকে মুখ তুলে দাঁড়াতে না পারো
তাহলে, একটা জারুল চারা এনো
তাতে জল দিও, চোখ বন্ধ কোরো
তোমার বন্ধু আজও স্মৃতি আগলে
নদীর ধারে গাছ হয়ে অপেক্ষা করে…