আমাদেরও হবে শিশিরের মতো সুখী জীবন
সবুজ আহমেদ (সৌদি আরব)
পরিচয়ের পর হতে তোমাকে ছুঁয়ে দেখার বড় ইচ্ছে
চেয়েছিলাম অজানায় অনামিকা আঙুল ধরে দূরে কোথাও হাঁটতে
ভাগ্যবিধাতা বিমুখ?
হৃদয়ের যে অলিগলি নদী তাতে মণিমুক্তা থাকে জানি
কিন্তু পাশাপাশি বসবাস করে ভয়-প্রেমের পথ যে কুসুমাস্তীর্ণ নয়
সমাজের দাগি অপরাধীরা দায়মুক্ত সম্পর্কের কথা শুনলে দোষী
ভেবোনা ; শোন শূন্যে এঁকেছি আকাশ খোলা চুল ছেড়ে এসো
একদিন আমাদেরও হবে ঘাসে বসা শিশিরের মতো সুখী জীবন
তখন মেঘ বেদনার মহাকাশ বৃষ্টি ছিটিয়ে অনুবাদ করে কাঁদবে।