স্বাধীনতা মানে
সাদাক্কাস হোসেন
স্বাধীনতার মানে হলো বেড়া বিহীন পা-ও
পালতোলা ওই উজান স্রোতের নাও।
স্বাধীনতার অর্থ হলো চাঁচাছোলা কথা
কলুষবিহীন কর্ণপাতেও শঙ্কা হবে না অযথা।
শের আলী-দের পাশাপাশি জন-বড়ুয়া-বিশু
ভাবলেশহীন দেশের বুকে সার্বভৌম শিশু।
ক্ষণস্থায়ী জীবন থেকে এক লহমার বিধি,
স্বাধীনতা হোক কুল ছাপানো উদ্দাম এক নদী!