মায়া
সাফিকুল আলাম
কখনো যদি তোমার আমাকে মনে পড়ে!
কোন এক গোধুলি সন্ধা শেষে রাত্রি নামে,
ক্লান্তি আর বিহ্বলতায় এই জগৎ সংসার বিরক্ত লাগে,
তন্দ্রা চোখের পাতা গুলোকে স্পর্শ কামী করে তুলে।
তখন তুমি স্কার্ফ নামিয়ে,
ইচ্ছে মতে সাজিয়ো।
এসে চন্দ্রের সম্মুখ দাঁড়িয়ো,
চাঁদ হবে তোমার আয়না,
তুমি হবে তাঁর প্রেয়সী।
অতঃপর তোমার চক্ষু হয়ে উঠবে উত্তাল ও শান্ত।
মনে হবে যেন চোখের কোন পলক-ই নেই,
উহাতে রয়েছে এমনই এক অদ্ভুত অকল্পনীয় মায়া।
তুমি আকাশের দিকে তাকিয়ে,
আবারা বাতাসে একটাই প্রশ্ন দিয়ো উড়িয়ে,
চাঁদের এই জ্যোৎস্নাস্নাত রাতে,
“সে এখন কি করছে…?”