স্বাধীনতা
সমীরণ সরকার
স্বাধীনতা নয় বিশেষ দিনে তে
ছুটি, ফুল, গান -জলসা,
স্বাধীনতা হল সকল লোকের
নির্ভরতা, ভরসা।
পেট ভরে ভাত, পরনে কাপড় ও
মাথার উপর ছাদন,
ছোট ছোট চাওয়া নাই পেলে তাই
সব-ই অরণ্যে রোদন।
শ্রমিক কৃষক শহরে গ্রামে-তে
মরবে না কোথা কেউ,
ওষুধ না পেয়ে মরবেনা শিশু
মরবে না তাঁতী বউ।
বাক-স্বাধীনতা অজুহাত দিয়ে
কাড়বে না কেউ কভু,
অর্থ এবং ক্ষমতা খাটিয়ে
সাজবে না কেউ প্রভু।
দূর হয়ে যাবে বর্ণের দ্বেষ, জয়ী
হবে মানবতা,
সেদিন বিশ্বে স্থায়ী হবে শুধু
পূর্ণ স্বাধীনতা।