কাল আমার দেশের জন্মদিন
সম্পা পাল
শিলিগুড়ি
টেমস নদীর সেই বিকেল
তুই ব্রিটিশ, আমি বাঙালি হিন্দু
ব্রিটিশের বাঙালি বউ হবার আয়োজন সেদিন
তারপর!
সাত দশক আমি ভারতবর্ষে…
টেমস হয়তো খোঁজ করেনি এতগুলো দশক কীভাবে কেটে গেল
দেখা হলে হয়তো আবার কথা হবে
হয়তো আবার অতীতের কষ্টে হারিয়ে যাবো
কিংবা আনন্দে হেঁসে উঠবো
আয় কাল আমার দেশের জন্মদিন
আমি নেতাজি সুভাষ বিমানবন্দরে
তোর অপেক্ষায়…