স্বাধীনতার সাধ
সন্দীপ গায়েন
দক্ষিণ ২৪ পরগণা
মাটি স্বাধীনতা চায়, নদী স্বাধীনতা চায়
আকাশ বাতাস সবাই স্বাধীনতা চায়
শকুন শেয়াল ওরা চায় না
স্বাধীনতা দিতে চায় না
তাই তো মাটিতে সবুজের অরণ্য হলুদ হয়
নদী শৈবালে বাঁধা পায়।
আকাশে বাতাসে মৃত্যুর সংকেত
অকাল মাতৃত্বে পৃথিবী ঘুমায়
ধার করা আলোয় অবলম্বিত জীবন
মুক্তি চায়, স্বাধীনতা চায়।
চাঁদকে বলি তুমি নিজে জ্বলে ওঠো
এখনো দেয়ালে পিঠ ঠেকে যায় নি
আলো থেকে আলো জ্বলে
অন্ধকারে সেই আলো প্রভায় জ্বলে ওঠো।
নখের আঘাতে হাতের থাবায় যারা আজও দাপিয়ে যায়
সেই শকুন শেয়ালেরা পথে বসবে
ভীরুদের মুঠোমারা হাত দেখলে তারা পথ খুঁজে পাবেনা
আগামী পৃথিবীর মাটি নদী আকাশ বাতাস
সবাই স্বাধীনতা চায়
জ্বলে ওঠো মুক্তির আশায়।