একবার তুমি ডাকলে
শঙ্কর সূত্রধর
একবার তুমি ডাকলে-
বুঝতে, আমি কতটা তোমার কাঙাল;
অবগত হতে, কত হুলুস্থুল অনটন আজন্ম স্পন্দন আমার।
একবার তুমি ডাকলে-
তাজা কষ্ট সকল নিমেষেই নষ্ট হতো;
শব্দের থেকেও দ্রুত গতি!
আমার পায়ের সঙ্গী হতো;
কথা দিতাম, পথে এতটুকুও দেরি করতাম না।
একবার তুমি ডাকলে-
সীমাহীন খাঁ খাঁ মরূদ্যান পেরিয়ে ;
পৌঁছে যেতাম তোমার কাছে!
আর হাতে হাত রেখে-
কর্মঠ হতাম, তোমার সখের তাজমহল বানাতে।
একবার তুমি ডাকলে-
সকল কে পিছু ফেলে;
তোমার উদ্দেশ্যে পাড়ি দিতাম অভয়ারণ্যে;
সংকল্প করতাম, লোকালয়ে আর না;
আমরণ পাখি হয়ে যাব আর চির বন্ধু-
তোমার মৌনতার।।