বৃক্ষলিপি
সত্তাপ্রিয় বর্মন
একদিন গাছ হয়েই তোমার সামনে এসে দাঁড়াব
আজ যতো পারো কড়াত চালাও
তোমার কুঠারের প্রতিটি চাবুক
একটা করে সিঁড়ি রেখে যায় আমার শরীরে
সেই শিলালিপি পড়েই একদিন তোমার
এক্কেবারে পায়ের গোড়ায় এসে থামব
চিহ্ন ফেলে ফেলে যতো দূরেই যাও তুমি
আমি গাছ হয়ে ছায়া ফেলব একদিন
তোমার মাথার উপরে