যখন ঘুমের ঘরে
শুভেন্দু খাটুয়া
যখন রাত্রি নামে পৃথিবীকে চন্দ্রিমায় ঘুম পাড়ায়
হঠাৎ চন্দ্রিমা মুছে যায়, আর তারারা তন্দ্রাচ্ছন্ন হয়।
আচমকা আধো উষ্ণ, শীতল বায়ু ধেয়ে আসে
কেবল আমার ঘুম তাড়িয়ে দেয়।
বাইরে, দেখি ঘুম ভাঙ্গা প্রকৃতির আর্তনাদ
বৃক্ষের আধো শুষ্ক পাতা ঝরছে, উত্তাল প্রকৃতি।
হঠাৎ এই পরিবেশ থেকে অনেক দূরে হারিয়ে যাই,
বিষন্নতায় ঝাপসা, যখন তারারাও আমায় ছেড়ে যায় ঘুমের ঘরে।