দুঃসময়ের দিনলিপি
সৌমেন দাস
দুঃসময়ের দীর্ঘ দহন বেলা
নেই দু-পাশে সবুজ গাছের ছায়া,
মরু যাত্রীর তৃষা বুকের মাঝে
দু চোখে তবু মরূদ্যানের ছায়া।
দুঃসময়ের রাত গুলো খুব বড়
আঁধার কেবল ঘনিয়ে আসে কাছে,
কালো ক্যানভাসে তারা জ্বলে মিটি মিটি,
কেউ জানে না চাঁদটা কোথায় গেছে।
দুঃসময়ের মিলন সুখেও ব্যথা
এলোমেলো সব ভাবনারা একজোট,
ভিজতে চাওয়া মন খারাপের রাতে
নোনতা লাগে প্রিয় মানুষের ঠোঁট।
দুঃসময়ের সাবধানী স্বরলিপি
ছন্দ পতন, বেসুরো ঐকতান,
খিল দেওয়া ওই মনের খাঁচায় পাখি
গাইছে কেবল একলা থাকার গান।