অকাল ঝড়
শুভঙ্কর সরকার
আমার হৃদয় ভেঙেছে
অকাল ঝড়,
অশান্ত মন মরুভূমি,
চারিদিক ধু ধু করে-প্রাণহীন
অস্তিত্বের সংকট।
ঝড়ের তাণ্ডব,
চাপা দিয়ে গেছে;
ঘোর নিবিড় প্রেম।
কল্পনার মেঘে তরঙ্গ
নেমে এসেছে,
বিদ্যুতের চমকানি-চকিতে চমক
ঝরনা ধারায় অশ্রুবারি
হৃদয়ে সুনামি।
উষ্ণ হৃদয়ে ক্রমশ রক্তক্ষরণ,
জেগে ওঠা তাজা অনুরাগে।